বিশাল ভালবাসা

 

বিশাল ভালবাসা

                মহিউদ্দিন মুন্না 


আকাশের মত বিশাল ভালবাসা আছে এই বুকে,

অসিম সেই ভালবাসা দিতে চাই আমি কাওকে।

ভালবাসা দেখতে চাও কেন উকি মেরে মনের আকাশে ?

তোমার হৃদয়ের লোকানো কথা শুনি আমি বাতাসে ।

তোমার আকাশে উড়ছে আমার ভালবাসা, 

তুমি যে কর আমার ভালবাসা পাওয়ার আশা ।

আমি  একা একা হয়ে আছি অপূর্ন,

তোমায় ভালবেসে হতে চাই সম্পূর্ন ।

মনের মন ঘরে কর তুমি আনাগুনা, 

সুপর্ণা তোমায় দেখে মন যে আমার মানে না, 

তোমায় বলতে চাই আমার মনের সব কথা, 

জমাট বাধা হৃদয়ের সংলাপ দিতেছে শুধু ব্যাথা ।

প্রেমের যাতনায় ব্যাথিত হয়ে এই আমি,

তোমায়  খুজি জান কি সেই তুমি ?

এত খুজি তোমায় তবুও হয়না আমি ক্লান্ত,

 যদি দেখি তুমি হয়ে যাও আমায় দেখে শান্ত ।

হৃদয়কে কেন্দ্র করে একেছি যে ভালবাসা ।

কষ্ট আসুক, করিনা আমি তার আশা ।

তোমার আমার যদি হয় একই স্বপ্ন একই আশা,

দুঃখ আসবেনা থাকবে শুধু চিরদিন ভালবাসা ।

আমার অধরে থেকে খেলনা আর লুকোচুরি, 

বেশি দেরি করলে হয়ে যাবে তুমি বুড়ি ।

আমার কাছে এসে শুধু বল পেতে চাই তোমাকে,

ভালবাসা সহ দিয়ে দেব তোমায় এই আমাকে ।

আকাশের মত বিশাল ভালবাসা আছে এই বুকে অসিম সেই ভালবাসা দিতে চাই আমি কাওকে



Post a Comment

Previous Post Next Post