ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জুলাই ২০২২ ।
Thakurgaon Palli Bidyut Samiti Recruitment New Notification July 2022.
স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ/প্যানেল তৈরীর নিমিত্তে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জন্য নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে জেনারেল ম্যানেজার, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদনপত্র আহবান করা যাচ্ছে ।
পদের ধরনঃ- সহকারী ক্যাশিয়ার ।
পদের সংখ্যাঃ- ০৭ টি ।
বেতন ও অন্যান্য ভাতাঃ- পবিস বেতন কাঠামো- ২০১৬ (সংশোধিত-২০২১) মোতাবেক ১৮,৩০০ হতে ৪৬,২৪০ টাকা এবং নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদেয় ।
বয়সসীমাঃ- ১৮-০৭-২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে সর্বোচ্চ ৩০ বছর । তবে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর । এক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রমাণক স্বরুপ মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার ( সরকারী নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে) সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে । বয়সের প্রমাণক হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষা পাশের সার্টিফিকেটে উল্লিখিত বয়স প্রহণযোগ্য হবে ।
শিক্ষাগত/প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- এস.এস.সি/ সমমান ও এইচ,এস.সি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫ এর মধ্যে ৩.০০ পেয়ে উর্ত্তীণ হতে হবে । পার্থীকে গনিতে ভাল জ্ঞানসহ কম্পিউটার এবং অফিস যন্ত্রপাতিসমুহ পরিচালনায় পারদর্শী হতে হবে । বাংলায় প্রতি মিনিটে নূন্যতম ১০ (দশ) ও ইংরেজিতে প্রতি মিনিটে নূন্যতম ৩০ (ত্রিশ) শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে । প্রার্থীকে অবশ্যই ভদ্র ও আন্তরিকভাবে জনসাধারণের সাথে কাজ/কথা বলার গুনাবলী সম্পন্ন হতে হবে । সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে পবিসের অনুকূলে ২০,০০০ (বিশ হাজার) টাকা জমা প্রদান করতে হবে । যা সন্তোষজনকভাবে চাকুরি সমাপ্তির পর সুদসহ ফেরত প্রদান হবে । পার্থীর পারিবারিক স্বচ্ছলতা সরেজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে ।
যে জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেনঃ- বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাদঁপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্রগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ফেনি, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, খাগড়াছড়ি, খুলনা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, লক্ষীপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নড়াইল, নারায়নগঞ্জ, নরসিংদী, নাটোর, নেত্রকোনা, নোয়াখালী, পাবনা, পটুয়াখালী, রাজবাড়ি, রাজশাহী, রাঙ্গামাটি, শরীয়তপুর, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল ।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা নিচের ছবি দেখুনঃ-
আবেদনের মাধ্যমঃ- ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে ।
আবেদন ফরম ডাওনলোড করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়ঃ- ১৮-০৭-২০২২ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ।
পদের ধরনঃ- ড্রাইভার ।
পদের সংখ্যাঃ- ০১ টি ( প্রস্তুতকৃত প্যানেল হতে পরবর্তীতে প্রতিষ্ঠানের
চাহিদা অনুযায়ী বৃদ্ধি পেতে পারে )
বেতন ও অন্যান্য ভাতাঃ- পবিস বেতন কাঠামো-২০১৬ (সংশোধিত-২০২১)
মোতাবেক ১৬,৬০০/-হতে ৪১,৯৫০/- টাকা এবং নিয়মানুযায়ী বাড়ীভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য
ভাতাদি প্রদেয় ।
বয়সসীমাঃ- ১৮-০৭-২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে সর্বোচ্চ
৪৫ বছর । বয়সের প্রমাণক হিসেবে পিএসসি/জেএসসি পরীক্ষা পাশের সার্টিফিকেটে উল্লিখিত
বয়স গ্রহণযোগ্য হবে ।
শিক্ষাগত/প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- প্রার্থীকে সাবলীলভাবে
বাংলা লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা লিখতে ও পড়তে সক্ষম হইতে হবে । নির্দেশিকা,
সাংকেতিক চিহ্ন বুঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ থাকতে হবে । এবং লগ বই পুরনের
সক্ষমতা থাকতে হবে । প্রার্থীকে যে কোন সরকারি/আধা-সরকারী/ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান/বানিজ্যিক
প্রতিষ্ঠানে/ স্বাযত্বশাসিত সংস্থা বা কমপক্ষে ৫ বৎসর গাড়ী চালনা ও পরিচালনার অভিজ্ঞতা
থাকতে হবে । যা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখ হতে গননা করা হবে । বিগত ০৩ (তিন) বছরে
বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনের
সহিত দাখিল করতে হবে । প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, নম্র, সুস্বাস্থ্যের ও সন্তোষজনক ব্যাক্তিত্বের
অধিকারী হতে হবে । বাপবিবোর্ড/পবিস কর্তৃপক্ষ লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন
রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষনাবেক্ষণ জ্ঞান সর্ম্পকে যাচাই করা হবে ।বাপবিবোর্ড/পবিস
এর অনুমোদিত ডাক্তার কর্তৃক প্রার্থীর চোখের দৃষ্টি পরীক্ষাসহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ
হতে হবে ।
যে জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেনঃ- বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাদঁপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্রগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ফেনি, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, খাগড়াছড়ি, খুলনা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, লক্ষীপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নড়াইল, নারায়নগঞ্জ, নরসিংদী, নাটোর, নেত্রকোনা, নোয়াখালী, পাবনা, পটুয়াখালী, রাজবাড়ি, রাজশাহী, রাঙ্গামাটি, শরীয়তপুর, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল ।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা নিচের ছবি দেখুনঃ-
Thakurgaon Palli Bidyut Samiti is going to make a general application to Thakurgaon Palli Bidyut Samiti for the recruitment of manpower on a permanent basis, subject to fulfillment of the following conditions, which are self-fulfilled in the prescribed form from the actual citizens of Bangladesh with the following educational qualifications and experience.
#Thakurgaon_Palli_Bidyut_Samiti_Job_News, #Thakurgaon_Palli_Bidyut_Samiti, #Thakurgaon_Palli_Bidyut_Samiti_Recruitment_Circular_July_2022,
#ঠাকুরগাঁও _পল্লী_বিদ্যুৎ_সমিতি_চাকরির_খবর, #ঠাকুরগাঁও _পল্লী_বিদ্যুৎ_সমিতি, #ঠাকুরগাঁও_পল্লী_বিদ্যুৎ_সমিতি_নিয়োগ_বিজ্ঞপ্তি_জুলাই_২০২২,
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি জুলাই ২০২২, Thakurgaon Palli Bidyut Samiti Recruitment Circular July 2022, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জুলাই ২০২২, Thakurgaon Palli Bidyut Samiti New Recruitment Circular July 2022, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি নতুন চাকরির বিজ্ঞপ্তি জুলাই ২০২২, Thakurgaon Palli Bidyut Samiti New Job Notice July 2022, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি নতুন চাকরির খবর জুলাই ২০২২, Thakurgaon Palli Bidyut Samiti New Job News July 2022, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি চাকরির খবর , Thakurgaon Palli Bidyut Samiti Job News,