সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নতুন চাকরির খবর ।
Road Transport and Highways Department New Recruitment Circular.
Bangladesh Road Transport Corporation new job news.
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)- এর অধীনে অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য ১০০ জন শূন্য পদে চালক নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে সাদা কাগজে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
পদের নামঃ-
অপারেটর, গ্রেড-সি (বাস/ট্রাক চালক)
পদ সংখ্যাঃ- ১০০ টি
বেতনঃ- জাতীয়
বেতনস্কেল, ২০১৫ এর ১৬তম গ্রেড ৯,৩০০-২২,৪৯০ টাকা ও অন্যান্য আর্থিক সুবিধা ।
বয়সসীমাঃ-
১৮-৩০ বছর, ২৮/০৮/২০২২ খ্রি.
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে
। বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
। প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনষ্টিটিউট, গাজীপুর
থেকে ভারী যান চালনার উপর কমপক্ষে ১৫ দিনের প্রশিক্ষণ প্রহন করতে হবে । মেডিকেল টেষ্ট
ও ডোপ টেষ্টে যোগ্য বিবেচিত হতে হবে ।
যে সব জেলার বাসিন্দা/নাগরিকদের আবেদন
করার প্রয়োজন নেইঃ-
(এতিম ও শারিরিক প্রতিবন্ধীদের জন্য প্রযোজ্য নয়): ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর,
মানিকগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চাঁদপুর, কুমিল্লা,
লক্ষীপুর, বাগেরহাট, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি,
পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া ও নওগাঁ ।
আবেদনপত্র
আগামী ২৮/০৮/২০২২ খ্রি. তারিখের মধ্যে
অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে সরাসরি/কুরিয়ার সার্ভিস/ডাকযোগে পৌছাতে
হবে ।
’’চেয়াম্যান বিআরটিরি“ বিআরটিসি ভবস,
২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ এর বরাবরে যে কোন ব্যাংক হতে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার
(অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে ।
আরো বিস্তারিত
দেখুন এখানেক্লিক করে অথবা নিচের ছবি দেখুনঃ-
#BRTC, #BRTC_job, #BRTC_new_job, #BRTC_Driver_job, #BRTC_new_Driver_job, #BRTC_New_job_circular, #বিআরটিসি নতুন চাকরি, #বিআরটিসি_নতুন_ড্রাইভার_নিবে, #ড্রাইভার_নিবে_বিআরটিসি, #১০০_ড্রাইভার_নিয়োগ_দিবে_বিআরটিসি, #১০০_ড্রাইভার_নিবে_বিআরটিসি, #সড়ক_পরিবহন_ও_মহাসড়ক_বিভাগ_১০০_জনের_চাকরি, #সড়ক_পরিবহন_ও_মহাসড়ক_বিভাগ_চাকরির_খবর, Road Transport and Highways Department Job News,